Saturday, October 9, 2021

ক্যালোট্রুপিস জায়গ্যানটিয়া। (Calotropis.)

 




ক্যালোট্রুপিস জায়গ্যানটিয়া। (Calotropis.) : বাঙ্গালা নাম-আকন্দ। ইহা আমেরিকান ফার্ম্মাকোপিয়ায় গৃহীত হইয়াছে এবং এই পুস্তকের ২৮৬ পৃষ্ঠায় ইহার কতকগুলি পীড়ালক্ষণও লিখিত হইয়াছে। আকন্দ দুই প্রকারশ্বেত রক্ত, উভয়েরই ক্রিয়া প্রায় এক প্রকার। "ভারত ভৈষজ্য-তত্ত্বে" ইহা নিম্নলিখিত কতিপয় পীড়ায় উপকারী ফলপ্রদ বলিয়া লিখিত আছে - ১। জ্বর, হাতে পায়ে বেদনা, উপদংশ, কুষ্ঠ, লিউপাস (নাসিকা মুখের ক্ষত সংযুক্ত একপ্রকার অব্বধুদ) যেখানে ক্ষত শীঘ্র আরােগ্য হয় না, আরাগ্য অনেক বিলম্বে হয়, পেটে অন্ত্রেআইরিস কিম্বা আর্সেনিকের মত জ্বালা, হেকটিক- ফিভার (পুঁ্যযুক্ত-জবর), পৈত্তিক-জবর, উদরাময়সহ জুর, উপদংশসম্ভূত-জ্বর পচনশীল পুনরায় নূতন মাংস হইয়া ক্ষত পূর্ণ হইয়া আসে, এখানে আভ্যন্তরিক ঔষধ সেবনেও উপকার পাওয়া যাইবে ইত্যাদি। ক্ষত, গ্যাংরীণ (ইহা ব্যবহারে ক্ষতের পচা মাংস খসিয়া যায় তথায় ক্রম-x, x, ৩০ শক্তি।

ক্যারিকা পেপেয়া (Carica Papava.)


ক্যারিকা পেপেয়া (Carica Papava. Q)


 

ক্যারিকা পেপেয়া (Carica Papava.) : বাঙ্গালা নাম পেঁপে, পেঁপের আঠা হইতে এই ঔষধটি প্রস্তুত হইয়াছে। আহারের পর েহামিওপ্যাথিক-, /১০ ফোটা মাত্রায় সেবনে পরিপাক কার্য্যের সহায়তা করে দু্ব্বলতা দূর হয়। ক্ষুধােলাপ, পেটভার, হাত-পা শুষ্ক, চেহারা রক্তশূন্য, কঙ্কালসার, প্লীহা যকৃত অত্যন্ত বদর্দ্ধিত, পেট ফোলা খুব বড়, পেটের উপর েমাটা শিরাসমূহ বিস্তৃত, উপুড় হইয়া বা কোনও পার্শ্বে শুইতে না পারিয়া চিৎ হইয়া শুইয়া থাকা, অজীর্ণ মল, স্রাব রক্তর মত লালবর্ণ, পরিমাণে অতি অল্প, চক্ষু হলদে, কোটরাগত, পিপাসা অল্প, দুগ্ধ সহ্য হয় না (শিশুদের দুগ্ধ সহ্য না হইলে ইহাতে উপকার হইবে) দুগ্ধ খাইলেই উদরাময়, স্নানে অনিচ্ছা, ভাজা দ্রব্য খাইতে অত্যন্ত ইচ্ছা ইত্যাদি লক্ষণে একটি রােগী ইহাতে শীঘ্র আেরােগ্য হইয়াছিল। প্রথমে ইহার১x বিচূর্ণ শক্তি হইতে আরও করিয়া-x, x বিচূর্ণ / গ্রেণ মাত্রায়- দিনে / বার, উপকার হইলে ক্রমশঃ মাত্রা কমাইয়া ব্যবহার্য্য।

Thursday, October 7, 2021

MERC SOL

 


MERC SOL -- 200



Mercurius Sol & Vivus.) মার্কুরিয়স-সলের অন্য নাম-প্রিসিপিটেড-অক্সাইড-অফ-মার্কারি এবং মার্কুরিয়স-ভাইভাসের অন্য নাম-কুইক-সিল্ভার। কেহ শুধু মার্কুরিয়স বলিলে মার্কুরিয়স-সলিউবিলিস্কেই বুঝায়, মার্কুরিয়স-সল ও ভাইভাসের ক্রিয়া প্রায় একই প্রকার (ইংরাজী পুস্তকে মার্কুরিয়স- সল অপেক্ষা মার্কুরিয়স-ভাইভাসেরই উল্লেখ অধিক থাকে)। মার্কুরিয়স এন্টি-সােরিক, এন্টি-সাইকোটিক এবং এন্টি-সিফিলিটিক ঔষধ। মিউকাস-মেম্ত্রেণ, গ্ল্যাণ্ডু, অস্থি ও শরীরস্থ অনেক যন্ত্রের উপর ইহার ক্রিয়া। ইহার রােগীর অধিক ঠাণ্ডা বা অধিক গরম সহ্য হয় না, ঠাণ্ডা বাতাস আদৌ সহ্য হয়। না, সামান্যমাত্র পরিশ্রম করিলেই অধিক ঘাম হয়, তাহাতে দুর্বল হইয়া পড়ে। মার্কারির দ্বারা-লাল রক্ত-কণিকার বিকৃতি, এলবুমেন ও ফাইব্রিণ নষ্ট এবং রক্তের চাপ উপাদানকারী শক্তির হ্রাস হয়। 

চরিত্রগত লক্ষণ ও- ১। রােগ লক্ষণ রাত্রিতে, বিছানার গরমে, বর্ষাকালে, শীতকালে এবং ঘর্ম্মে বৃদ্ধি ; ২। দাঁতের বেদনা রাত্রিকালে বৃদ্ধি, মাটী ফোলা, রক্তপড়া, দাঁতের গােড়ায় ঘা, দাঁত নড়া, দাঁতের মাট়ী সরিয়া যাওয়া ; ৩। জিহ্বায় ঘা, গলার ভিতর ঘা, টনসিলে ঘা, কর্ণমূলের গ্রন্থিফোলা, গলায় বীচি হওয়া, কুঁচকী ফোলা ; ৪। মুখ হইতে অনবরত চট্চটে সাবাণের ফেণার মত, বিশ্রী পচা দুর্গন্ধ, কখনও ধাতুর কলঙ্ক আস্বাদযুক্ত লালা নিঃসরণ, মুখে লোণা আস্বাদ, জিহবায় প্রচুর পরিমাণে রস থাকা স্ত্বেও অত্যন্ত পিপাসা ; ৫। আমাশয় ও রক্তামাশয় তাহাতে অত্যন্ত কোথানি, শূলুনি ও বেগ ; ৬। উদরাময়-পিত্তযুক্ত বাহ্যে, সবুজ বাহ্য, হলদে- রঙের জলের মত বাহ্যে, তাহার সহিত পেটে অত্যন্ত ব্যথা ; ৭। পাঁচড়ার অত্যন্ত চুলকানি ; ৮। ছােট ছােট ক্রিমি মলদ্বারে সুড়ু সুড়ু করা ; ৯। গলা সুড়ু সুড়ু করিয়া কাশি, শুষ্ক কাশি, দিনের মধ্যে যে কোন সময়ে হউক দুইবার কাশির বৃদ্ধি ;১০। ন্যাবা ; ১১। প্রমেহরোেগে-শুক্রস্রাব একটু সবুজবর্ণের দেখায়, মুদ্রা (phimo- sis), বাগী, শ্বেত-প্রদর ; ১২। মুখে, গালে ও জিহবায় ক্ষত, তৎসহ প্রচুর পরিমাণে লালা নির্গমন ; ১৩। জিহবা মােটা, বড় ও থলথলে, তাহাতে দাঁতের দাগ ; ১৪। ডিপূথেরিয়া, টনসিলের প্রদাহ, আলজিব ফোলা ও বড় হওয়া ; ১৫। অনবরত প্রস্রাবের বেগ ও যে পরিমাণে জলপান করে তাহার অপেক্ষাও প্রস্রাবের পারমাণ অধিক ; ১৬। রাত্রিতে শুক্রস্খলন তাহাতে রক্তের দাগ ; ১৭। ন্যাবা-শিশুদের 



BORAX

 


BORAX -- 200

বােরাক্স (Borax.) (সােহাগা)-শ্বেত-প্রদর, মুখের ক্ষত, বহুদিন স্থায়ী কাণে পূর্য, উদরাময় ইত্যাদি পীড়াতে এবং কোনও পীড়ার সহিত নিম্নদিকের গতিতে ভীত হওয়া, বােরাক্সের এই প্রধান চরিত্রগত লক্ষণটি থাকিলে তথায় ইহা বিশেষ ফলপ্রদ। বােরাক্সের রােগী অত্যন্ত নার্ভাস, একটুতেই ভয় পায়, বন্দুক কিম্বা বজ্াঘাতের শব্দে অত্যন্ত ভীত হয়, সামান্য শব্দ বা একটুমাত্র গােলমালও সহ্য করিতে পারে না।


চরিত্রগত লক্ষণ ও ১। নিম্নগতিতে ভয় ; ২। শিশু ঘুমাইতে হঠাৎ চিতৎকার করিয়া কাঁদে : ৩। মাথার চুল জটা বাঁধে, নাকে পিচুটি, নাকের উগা চক্চকে ও লালবর্ণ, জলের মত তরুণ সদ্দিদি নির্গমন সত্ত্বেও মধ্যে মধ্যে নাক বন্ধ (এমন-কা্ব্ব) ; ৫। মুখের ভিতরেও জিহবায় ক্ষত ; ৬। প্রত্যেকবার প্রস্রাবত্যাগের পূর্ব্বে শিশুর ক্রন্দন ; ৭। অধিক পরিমাণে সাদা চটচটে ডিমের লালার মত প্রদরস্রাব, স্রাব গরম ; ৮। গায়ের চামড়া অপরিষ্কার, গায়ে একটু কিছু লাগিলেই ঘা হয়, পাকে, পূর্য পড়ে (হিপার, সাইলি)। মুখের ক্ষত-শিশুদিগের মুখের ক্ষত, শিশু স্তন ধরিয়া ছাড়িয়া দেয় ক্ষত হইতে রক্তস্রাব হয় ; মুখের ভিতর, জিহবায় ও তালুর শেষভাগে ঘা, মুখের ভিতর গরম, এই প্রকার মুখের ঘায়ের কিম্বা জিহ্বায় ক্ষতের সঙ্গে যদি বােরাক্সের চরিত্রগত- নিম্নগতিতে ভয় পাওয়া লক্ষণটি থাকে তাহা হইলে উহা অব্যর্থ ঔষধ মার্কুরিয়সেমুখের ঘায়ে লালা নিঃসরণ হয়। এরাম ট্রাইফাইলমের ক্ষতে ব্যথা থাকে এবং নাসিকা ও মুখের চারিদিকে বড় বড় মামড়ি পড়ে, ইহাতে রােগী কেবল নাক খোঁটে (সােহাগার খই গ্লিসারিণের সহিত মিশ্রিত করিয়া জিহবায় ২/৪ দিন বাহ্যিক প্রয়ােগ করিলে জিহ্বার ক্ষত আরােগ্য হয় ; অনেকে জিহ্বার ও মুখের ঘায়ের নিমিত্ত মধুসহ সােহাগার খই ব্যবহার করেন, তাহাতে অনেকস্থলে হয়ত অনিষ্ট হয়, মধুতে এসিড-ফারমেন্টেসন বৃদ্ধি করে, তাহাতে ঘা আরও অধিক বাড়িয়া যাইতে পারে। মুখে ঘা হইলে চিনি প্রভৃতি মিষ্ট দ্রব্য ও যে সকল দ্রব্যে অধিক ষ্টার্চ্চ আছে, সেই সকল দ্রব্য পরিমাণে যত অল্প হয় খাওয়া ভাল, কারণ তাহাতেও ফারমেন্টেসন (পচন) বৃদ্ধি হয়। 





BRYONIA ALB

 


BRYONIA ALB -- 200


ব্রায়োনিয়া (Bryonia) ফাইব্রাস-টীসু, ফুসফুস, সিরাস্মেমব্রেণ, (ইউরােপের এক প্রকার লতা)- যকৃত ও মস্তিষ্ক ইত্যাদির উপর ইহার প্রধান ক্রিয়া। বে তাে ও পিত্তের ধাতু, যাহারা সহজেই রাগিয়া উঠে এবং রোগা, শীর্ণ কালবর্ণের ব্যক্তিদিগের পক্ষে ইহা অধিক কার্য্যকরী। নক্স-ভমিকার রােগীর সহিত ইহার অনে- কটা সাদৃশ্য দৃষ্ট হয়। নিম্নলিখিত লক্ষণগুলি ইহার চরিত্রগত লক্ষণ ঃ- ১। মাথাঘােরা-মাথা যেন চাকার মত গােলাকার ঘােরে, প্রাতে এবং বিছানা কিম্বা আসন হইতে উঠিলেই মাথা ঘােরে, পড়িয়া যাইবার মত হয় ; ২। শুষ্তা যেমন ঠোট, মুখ, জিহ্বা, পাকস্থলী, সমস্তই শুষ্ক (জিহ্বা অত্যন্ত শুষ্ক-ক্লোরাম); পিপাসায় অনেকক্ষণ অন্তর অধিক পরমাণে জলপান করে, শীতল জল চায় ; ৪। মল শুফক, কঠিন যেন ঝামার মত ; ৫। ঋতুকালে নাক দিয়া রক্ত পড়া ; ৬। নড়ন-চড়নে পীড়ার বৃদ্ধি, উদর ব্যতীত সকল স্থানের বেদনা -চাপিলে বা টিপিলে উপশম ; ৭। মাথার বেদনা ভিন্ন সমস্ত স্থানের বেদনা উত্তাপে উপশম, বেদনার প্রকৃতি ছুঁচফোটানাে ; ৮। প্রলাপে দৈনিক কার্য্যের ও নিজ ব্যবসায়ের কথা বলে ; ৯। বাতশ্লেম্মা-জ্বর-ঠোটনাড়া যেন কিছু চিবাইতেছে, ঠোট শুষ্ক ও ফাটা ; ১০। গ্রীষ্ম পড়িলে উদরাময়ের বৃদ্ধি ; ১১। সূতিকা-জ্বর, ঠুর্ণকো, স্তন প্রদাহ ; ১২। উঠিয়া বসিলে গা-বমি-বমি ও গা ঝিম ঝিম্ করে, মাথা ঘােরে ; মাথার সম্মুখে, পশ্চাতে, ঘাড়ে, স্কন্ধে ও পূষ্ঠে বেদনা ; ১৩। বাম হাত ও বাম পা অনবরত নাড়ে ; ১৪। জুরে-রােগী চুপ করিয়া পড়িয়া থাকে, জ্বরের সঙ্গে অল্প বিস্তর ঘাম ; ১৫। ফুসফুস- প্রদাহ, ব্রহ্কাইটীস, ব্রন্কো-নিমােনিয়া, বাতশ্লে্মা-জ্বর প্রভৃতি রােগের প্রথমাবস্থায় ব্যবহার ; ১৬। কাশি-গলার মধ্যে কুটকুট করে, রাত্রিতে কাশির বৃদ্ধি ইত্যাদি। বেদনা-কোনওপীড়ায় ছুঁচফোটান বেদনা থাকিলে-ব্রায়ােনিয়া ও ক্যালি -কা্ব্ব উপকারী। সিরাস-মেমব্রেণের প্রদাহ হইয়া যে বেদনা হয় তাহার বিশেষতু- ছঁচফোটানাো। প্ুরিসি, মেনিনুজাইটী, পেরিটোনাইটিস, পেরিকার্ডাইটীস ইত্যাদি 

Arnica Mont

 


Arnica Mont -- 200

আর্ণিকা-মন্টেনা
(Arnica Montana) (গাছের রস হইতে টিংচার প্রস্তুত হয়) পতন বা আঘাতজনিত পীড়া ও শরীরে থেঁতলানির মত বেদনা প্রভৃতিতে ইহা সচরাচর ব্যবহৃত হইয়া থাকে। এতড্ভিন্ন- বিকার, স্মৃতিলোপ, পক্ষাঘাত, মস্তিষ্কের গােলযাোগ, অচৈতন্যতা, অসাড়ে প্রস্রাব- বাহ্যে, সর্ববিষয়ে তাচ্ছল্যভাব, রােগী মনে করে যেন সে ভাল আছে ; মােহ, শীর্ণতা, রক্তস্রাব, শয্যাক্ষত, রক্ত বিষাক্ত হইয়া পীড়া, বেদনাজনক স্ফোটক, ব্রণ, ক্ষত, প্রসবের পর ভ্যাদাল-ব্যথা, হুপিং-কাশি ; প্রাতে, সন্ধ্যায় ও রাত্রিতে ঠাণ্ডা লাগিলে কিম্বা শীত বা বর্ষায় উপসর্গের বৃদ্ধি, মুক্তবায়ুতে ও বিশ্রামে উপশম, স্পর্শে, শারীরিক পরিশ্রমে, নড়িলে-চড়িলে বৃদ্ধি ইত্যাদি-ইহার কতিপয় চরিত্রগত লক্ষণ। আর্ণিকায়-সকল পীড়া প্রায় বামদিক আক্রান্ত হয়। যে সকল ব্যক্তি বেটে ও বেশ মােটাসােটা, ইহা তাহাদের পক্ষে অধিক উপযােগী। মাথা গরম ও শরীর ঠাণ্ডা এই লক্ষণ দেখিয়া অনেক পীড়ায় অনেক স্থলে আর্ণিকার দ্বারা সুফল পাওয়া l

 বিশেষ লক্ষণ ঃ-আঘাত বা অতিরিক্ত অঙ্গপ্রত্যঙ্গ চালনার নিমিত্ত উপসর্গ বা তাহা ব্যতীত কোনও পীড়ায় রােগী অজ্ঞান অচৈতন্য হইয়া অসাড়ে বাহ্যে যাব করিলে প্রথমেইআর্ণিকা স্মরণ করিবেন। নার্ভাস-স্ত্রী, রক্তপ্রধান ব্যক্তি, যাহাদের মুখ ও চেহারা বেশ লালবর্ণ দেখায়, মাহারা কোন প্রকার বেদনা সহ্য করিতে পারে না, শরীর ছুইলেই কষ্টবােধ করে, এইরূপ ব্যক্তিই আর্ণিকার ক্ষেত্র। পতন বা আঘাতজনিত পীড়া-আঘাত লাগিয়া প্রায় সমুদয় পীড়া- তাহা বেদনা হউক, মূৰ্ছা হউক, অচেতন্য হউক, তড়ুকা হউক, গর্ভপাত হউক আর্ণিকা উপযােগী হইলে এবং সেই পীড়া কিছুতেই আরােগ্য না হইলে উচ্চশক্তির- আর্ণিকার দ্বারা আরােগ্য হইতে পারে। । তড্ভিন্ন বহুদিবস পূর্বেবে আঘাত লাগিয়া কোনও পীড়ার উৎপত্তি ক্যালেণ্ডুলা-আঘাতের জন্য চামড়া কিম্বা মাংস কাটিয়া বা ফাটিয়া যাইলে ইহার আভ্যন্তরিক ও বাহ্যিক প্রয়ােগ বিধেয়। সিক্ফাইটম হাড়ে আঘাত বা হাড় ভাঙ্গিয়া যাইলে উপযোগী। আর্ণিকা- কোন স্থানে আঘাত লাগিয়া বা থেঁতলাইয়া যাইয়া স্পষ্ট কালচে দাগ (echymosis) E ins) কোন স্থান এসাব করিলে প্রথমেইআর্ণিকা স্মরণ করিবেন। বিশেষ লক্ষণ ঃ-আঘাত বা অতিরিক্ত অঙ্গপ্রত্যঙ্গ চালনার নিমিত্ত উপসর্গ বা ১২১ আর্ণিকা-মন্টেনা। বিশেষ লক্ষণ ঃ-আঘাত বা অতিরিক্ত অঙ্গপ্রত্যঙ্গ চালনার নিমিত্ত উপসর্গ বা তাহা ব্যতীত কোনও পীড়ায় রােগী অজ্ঞান অচৈতন্য হইয়া অসাড়ে বাহ্যে যাব করিলে প্রথমেইআর্ণিকা স্মরণ করিবেন। নার্ভাস-স্ত্রী, রক্তপ্রধান ব্যক্তি, যাহাদের মুখ ও চেহারা বেশ লালবর্ণ দেখায়, মাহারা কোন প্রকার বেদনা সহ্য করিতে পারে না, শরীর ছুইলেই কষ্টবােধ করে, এইরূপ ব্যক্তিই আর্ণিকার ক্ষেত্র। পতন বা আঘাতজনিত পীড়া-আঘাত লাগিয়া প্রায় সমুদয় পীড়া- তাহা বেদনা হউক, মূৰ্ছা হউক, অচেতন্য হউক, তড়ুকা হউক, গর্ভপাত হউক আর্ণিকা উপযােগী হইলে এবং সেই পীড়া কিছুতেই আরােগ্য না হইলে উচ্চশক্তির- আর্ণিকার দ্বারা আরােগ্য হইতে পারে। । তড্ভিন্ন বহুদিবস পূর্বেবে আঘাত লাগিয়া কোনও পীড়ার উৎপত্তি ক্যালেণ্ডুলা-আঘাতের জন্য চামড়া কিম্বা মাংস কাটিয়া বা ফাটিয়া যাইলে ইহার আভ্যন্তরিক ও বাহ্যিক প্রয়ােগ বিধেয়। সিক্ফাইটম হাড়ে আঘাত বা হাড় ভাঙ্গিয়া যাইলে উপযোগী। আর্ণিকা- কোন স্থানে আঘাত লাগিয়া বা থেঁতলাইয়া যাইয়া স্পষ্ট কালচে দাগ (echymosis) E ins) কোন স্থান এসাব করিলে প্রথমেইআর্ণিকা স্মরণ করিবেন।

 বিশেষ লক্ষণ ঃ-আঘাত বা অতিরিক্ত অঙ্গপ্রত্যঙ্গ চালনার নিমিত্ত উপসর্গ বা ১২১ আর্ণিকা-মন্টেনা।






Aconite Nap

 


Aconite Nap -- 200


একোনাইট নেপিলাস (Aconite Nap.) (কাঠবিষ)-এক প্রকার গাছ হইতে প্রস্তুত ; আমেরিকায় এই গাছের চাষ হয়। এশিয়া, মধ্য ইয়ােরােপ ও হিমালয় পাহাড়েও ইহা প্রচুর পরিমাণে জন্মায়। একোনাইটের ৫টি শ্রেণী আছে ঃ-১। একোনাইট-নেপিলাস, ২। একোনাইট- ক্যামারম (Aconite Cammarum) ; ৩। একোনাইট-ফেরক্স (Aconite Ferox); ৪ । একোনাইট-লাইকোর্টোনাম (Aconite Lycotonum) %3B ৫। একোনাইট-র্যাডিক্স (Aconite Radix) । ইহাদের মধ্যে একোনাইট- নেপিলাসের টিংচার -গাছ মুকুলিত হইবার সময় ফুল, কুঁড়ি, পাতা ও সমস্ত গাছ হইতে ; একোনাইট-ক্যামারম-তাজা শিকড় হইতে ; একোনাইট-ফেরক্স-মূল হইতে ; একোনাইট-লাইকোটোনাম-গাছে ফুল ফুটিবার সময় লতাপাতা হইতে এবং একোনাইট-র্যাডিক্স-মূল ও শিকড় হইতে প্রস্তুত হয়। উক্ত পাঁচ প্রকার একোনাইটের মধ্যে একোনাইট-ক্যামারম- প্রায় চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত হয় না। একোনাইট-লাইকোটোনাম-ঘাড়, বগল, স্তন প্রভৃতি গ্ল্যাণ্ডের স্ফীতিতে ; একোনাইট-র্যাডিক্স-কলেরায় এবং একোনাইট-ফেরক্স-হৎপিণ্ডের বা ফুসফুসের পাড়ায় অত্যন্ত শ্বাসকষ্ট, ঘন ঘন শ্বাস-প্রশ্বাস, হাঁইপাই করা, শুইতে না পারিয়া বসিয়া থাকা, দমবন্ধের ভাব হওয়া প্রভৃতি কতিপয় লক্ষণে সুফলের সহিত ব্যবহৃত হয়। একোনাইট-নেপিলাস-হােমিওপ্যাথির একটি প্রধান ঔষধ। কেহ শুধু একোনাইট বলিলে আমরা একোনাইট-নেপিলাসই বুঝিয়া লই, সােরিব্রো- স্পাইন্যাল-নার্ভাস-সিস্টেমের অর্থাৎ মস্তিষ্ক ও মেরুমজ্জার স্নায়ু মন্ডলীর উপর হহার প্রধান ক্রিয়া। একোনাইট দ্বারা আর্টারি ও ক্যাপিলারির রক্তসঞ্চালন ক্রিয়া বন্ধ ইহয়া শরীরের নানাস্থানে, যেমন-মস্তিষ্ক, মেরুমজ্জা, শ্লৈক্মিক-ঝিল্লি (mucous & serous membrane both), পেশী, গাঁট, পাকস্থলী, ফুসফুস, হৎপিওড, যকৃত, 1. 1 সম্বন্ধ-আর্ণিকা, ক্যালেণ্ডুলা, ক্রিয়ানাশক (antidote) পলসেটিলা। ক্রিয়া স্থিতিকাল (duration) -৩৯-৪০ দিন। ক্রম-৬ষ্ঠ-২০০ শক্তি। ফরমূলা-৫-এ। লিউম, রুটা, সিস্ফাইটমের সদৃশ । একোনাইট নেপিলাস (Aconite Nap.) (কাঠবিষ)-এক প্রকার গাছ হইতে প্রস্তুত ; আমেরিকায় এই গাছের চাষ হয়। এশিয়া, মধ্য ইয়ােরােপ ও হিমালয় পাহাড়েও ইহা প্রচুর পরিমাণে জন্মায়। একোনাইটের ৫টি শ্রেণী আছে ঃ-১। একোনাইট-নেপিলাস, ২। একোনাইট- ক্যামারম (Aconite Cammarum) ; ৩। একোনাইট-ফেরক্স (Aconite Ferox); ৪ । একোনাইট-লাইকোর্টোনাম (Aconite Lycotonum) %3B ৫। একোনাইট-র্যাডিক্স (Aconite Radix) । ইহাদের মধ্যে একোনাইট- নেপিলাসের টিংচার -গাছ মুকুলিত হইবার সময় ফুল, কুঁড়ি, পাতা ও সমস্ত গাছ হইতে ; একোনাইট-ক্যামারম-তাজা শিকড় হইতে ; একোনাইট-ফেরক্স-মূল হইতে ; একোনাইট-লাইকোটোনাম-গাছে ফুল ফুটিবার সময় লতাপাতা হইতে এবং একোনাইট-র্যাডিক্স-মূল ও শিকড় হইতে প্রস্তুত হয়। উক্ত পাঁচ প্রকার একোনাইটের মধ্যে একোনাইট-ক্যামারম- প্রায় চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত হয় না। একোনাইট-লাইকোটোনাম-ঘাড়, বগল, স্তন প্রভৃতি গ্ল্যাণ্ডের স্ফীতিতে ; একোনাইট-র্যাডিক্স-কলেরায় এবং একোনাইট-ফেরক্স-হৎপিণ্ডের বা ফুসফুসের পাড়ায় অত্যন্ত শ্বাসকষ্ট, ঘন ঘন শ্বাস-প্রশ্বাস, হাঁইপাই করা, শুইতে না পারিয়া বসিয়া থাকা, দমবন্ধের ভাব হওয়া প্রভৃতি কতিপয় লক্ষণে সুফলের সহিত ব্যবহৃত হয়। একোনাইট-নেপিলাস-হােমিওপ্যাথির একটি প্রধান ঔষধ। কেহ শুধু একোনাইট বলিলে আমরা একোনাইট-নেপিলাসই বুঝিয়া লই, সােরিব্রো- স্পাইন্যাল-নার্ভাস-সিস্টেমের অর্থাৎ মস্তিষ্ক ও মেরুমজ্জার স্নায়ু মন্ডলীর উপর হহার প্রধান ক্রিয়া। একোনাইট দ্বারা আর্টারি ও ক্যাপিলারির রক্তসঞ্চালন ক্রিয়া বন্ধ ইহয়া শরীরের নানাস্থানে, যেমন-মস্তিষ্ক, মেরুমজ্জা, শ্লৈক্মিক-ঝিল্লি (mucous & serous membrane both), পেশী, গাঁট, পাকস্থলী, ফুসফুস, হৎপিওড, যকৃত, শ্বাসনলী (ব্রঙ্কাই), পুরা, গলনলী প্রভৃতিতে কনজেসসন (রক্তাধিক্য) ও প্রদাহ হয় ; এইজন্য আমরা নানাপ্রকার প্রদাহের ও তজ্জনিত জুরের প্রথমাবস্থায় ইহা ব্যবহার করি এবং তাহাতে বিশেষ উপকার পাই। একোনাইট দ্বারা শরীরাভ্যন্তরস্থ কোনও যন্ত্রাদির পরিবর্তন (organic change) হয় না, মাত্র যন্ত্রের ক্রিয়ার পরিবর্তন হয় (functional)। হৎপিণ্ডের উপর ক্রিয়া থাকায় হত্যন্ত্রের কোনও পীড়ায় ইহা ব্যবহৃত হইলেও তাহা সাময়িক উপশমের নিমিত্ত ব্যবহৃত হয় (palliative) , যাহা হউক কোনও পীড়ায় এই কাঠবিষ প্রয়ােগ করিতে হইলে প্রথমেই ইহার চারিত্রগত বা বিশেষ লক্ষণগুলির, যেমন-অত্যন্ত ছটফটানি, ভয়-চলিতে- বেড়াইতে স্ব্বদাই শঙ্কা ও মৃত্যুভয়, মুখে বলে আমি বাঁচিব না, আমাকে বাঁচাইতে পারিলেন না, দারুণ পিপাসা, অধিক পরিমাণে জলপান, ঘন ঘন জলপান, জল ভিন্ন অন্যান্য বস্তু তিক্তবােধ (ব্রায়ােনিয়ায়-সমস্ত তিক্ত), অন্ত্দাহ ; কিন্তু গায়ের কাপড় খুলিলেই শীতবােধ, দ্রুত ও কঠিন স্থুল নাড়ী, ঘাম সম্পূর্ণ বন্ধ, রাত্রিতে উপসর্গের বৃদ্ধি, শুষ্ক-শীতল (উত্তর পশ্চিমস্থ) বাতাস লাগিয়া কিন্বা ঘৰ্ম্ম বন্ধ হইয়া অথবা ভয় পাইয়া পীড়ার উৎপত্তি, এই কয়টি লক্ষণের উপর স্ব্বাগ্রে লক্ষ্য রাখিতে হইবে। 6. জ্বর হউক, প্রদাহ হউক কিম্বা অন্য যে কোন পীড়াই হউক না কেন, একোনাইটের পীড়া হইলে পীড়ার হঠাৎ আক্রমণ ও দেখিতে দেখিতে সমস্ত রােগলক্ষণের বৃদ্ধি দেখিতে পাইবেন। জবরে যদি দেখিতে পান যে অত্যন্ত দাহ, প্রবল পিপাসা, ভয়ানক অন্তর্দাহ, ছটফটানি, যন্ত্রণায় একেবারে অস্থির হইয়া পড়িয়াছে, নাড়ীর গতি অত্যন্ত দ্রুত, নাড়ী স্থূল ও তারের মত শক্ত, গায়ে ঘর্মের লেশমাত্র নাই, চৰ্ম্ম শুষ্ক ও খস্খসেএকোনাইট, বেলেডােনা, ব্রায়ােনিয়া, জেলসিমিয়ম ইত্যাদি ঔষধগুলি ব্যবহার করি, নিম্নে তাহাদের প্রভেদ দেখুন। একোনাইটের সঙ্গে কোনও ঔষধ কখনও পর্যায়ক্রমে ব্যবহার করিবেন না, একোনাইটের পীড়া হইলে শুধু তাহা একোনাইটেই আরােগ্য হইবে। 
একোনাইট-ইহার জ্বরে আদৌ ঘাম থাকে না, রােগীর অন্তর্দ্দাহ ছটফটানি -তাহাতে এপাশ ওপাশ করা, পিপাসা, মৃত্যুভয় অত্যন্ত অধিক থাকে। ইহাতে হৎপিণ্ডের ও বক্ষঃস্থলের যন্ত্রণা অধিক, রােগী বিকারের ভুল বকে না, নাড়ী খুব স্থল ও বেগবতী হয়। একোনাইট-স্বল্প-বিরাম বা সবিরাম প্রকারের জুরে আদৌ উপযােগী নহে, প্রবল ও অবিরাম প্রকারের জ্বরেই উপকারী। ঘাম হইলে ইহাতে সমস্ত যন্ত্রণার উপশম হয়, এজন্য ঘাম হইলে আর ইহার কোনও প্রয়ােজন হয় না (ফেরম-ফস্ দেখুন)। জ্বর বৃদ্ধির সময় কাশির বৃদ্ধি এবং কাশিলে মাথার ও বুকের বেদনা বৃদ্ধি হওয়াও একোনাইটের আর একটি লক্ষণ। 
6 বেলেডােনা-জ্বরে রােগার গা অত্যন্ত গরম থাকে, এত গরম যেন হাত পুড়িয়া যায়, মধ্যে মধ্যে ঘাম হয়, কখনও কখনও ঘাম এত অধিক হয়-মনে হয় বুঝি এইবার জুর ছাড়িল, কিন্তু তখনই আবার তেমনই জ্বর ও গা গরম, ঘর্ম শুষ্ক, ইহাতে যে অঙ্গ চাপা থাকে তথায় আধিক ঘাম হয়। বেলেডােনায়-মাথাব্যথা একোনাইট-নেপিলাস । 

ক্যালোট্রুপিস জায়গ্যানটিয়া। (Calotropis.)

  ক্যালোট্রুপিস জায়গ্যানটিয়া। (Calotropis.)  :  বাঙ্গালা নাম - আকন্দ। ইহা আমেরিকান ফার্ম্মাকোপিয়ায় গৃহীত হইয়াছে এবং এই পুস্ত...