Thursday, October 7, 2021

BORAX

 


BORAX -- 200

বােরাক্স (Borax.) (সােহাগা)-শ্বেত-প্রদর, মুখের ক্ষত, বহুদিন স্থায়ী কাণে পূর্য, উদরাময় ইত্যাদি পীড়াতে এবং কোনও পীড়ার সহিত নিম্নদিকের গতিতে ভীত হওয়া, বােরাক্সের এই প্রধান চরিত্রগত লক্ষণটি থাকিলে তথায় ইহা বিশেষ ফলপ্রদ। বােরাক্সের রােগী অত্যন্ত নার্ভাস, একটুতেই ভয় পায়, বন্দুক কিম্বা বজ্াঘাতের শব্দে অত্যন্ত ভীত হয়, সামান্য শব্দ বা একটুমাত্র গােলমালও সহ্য করিতে পারে না।


চরিত্রগত লক্ষণ ও ১। নিম্নগতিতে ভয় ; ২। শিশু ঘুমাইতে হঠাৎ চিতৎকার করিয়া কাঁদে : ৩। মাথার চুল জটা বাঁধে, নাকে পিচুটি, নাকের উগা চক্চকে ও লালবর্ণ, জলের মত তরুণ সদ্দিদি নির্গমন সত্ত্বেও মধ্যে মধ্যে নাক বন্ধ (এমন-কা্ব্ব) ; ৫। মুখের ভিতরেও জিহবায় ক্ষত ; ৬। প্রত্যেকবার প্রস্রাবত্যাগের পূর্ব্বে শিশুর ক্রন্দন ; ৭। অধিক পরিমাণে সাদা চটচটে ডিমের লালার মত প্রদরস্রাব, স্রাব গরম ; ৮। গায়ের চামড়া অপরিষ্কার, গায়ে একটু কিছু লাগিলেই ঘা হয়, পাকে, পূর্য পড়ে (হিপার, সাইলি)। মুখের ক্ষত-শিশুদিগের মুখের ক্ষত, শিশু স্তন ধরিয়া ছাড়িয়া দেয় ক্ষত হইতে রক্তস্রাব হয় ; মুখের ভিতর, জিহবায় ও তালুর শেষভাগে ঘা, মুখের ভিতর গরম, এই প্রকার মুখের ঘায়ের কিম্বা জিহ্বায় ক্ষতের সঙ্গে যদি বােরাক্সের চরিত্রগত- নিম্নগতিতে ভয় পাওয়া লক্ষণটি থাকে তাহা হইলে উহা অব্যর্থ ঔষধ মার্কুরিয়সেমুখের ঘায়ে লালা নিঃসরণ হয়। এরাম ট্রাইফাইলমের ক্ষতে ব্যথা থাকে এবং নাসিকা ও মুখের চারিদিকে বড় বড় মামড়ি পড়ে, ইহাতে রােগী কেবল নাক খোঁটে (সােহাগার খই গ্লিসারিণের সহিত মিশ্রিত করিয়া জিহবায় ২/৪ দিন বাহ্যিক প্রয়ােগ করিলে জিহ্বার ক্ষত আরােগ্য হয় ; অনেকে জিহ্বার ও মুখের ঘায়ের নিমিত্ত মধুসহ সােহাগার খই ব্যবহার করেন, তাহাতে অনেকস্থলে হয়ত অনিষ্ট হয়, মধুতে এসিড-ফারমেন্টেসন বৃদ্ধি করে, তাহাতে ঘা আরও অধিক বাড়িয়া যাইতে পারে। মুখে ঘা হইলে চিনি প্রভৃতি মিষ্ট দ্রব্য ও যে সকল দ্রব্যে অধিক ষ্টার্চ্চ আছে, সেই সকল দ্রব্য পরিমাণে যত অল্প হয় খাওয়া ভাল, কারণ তাহাতেও ফারমেন্টেসন (পচন) বৃদ্ধি হয়। 





No comments:

Post a Comment

ক্যালোট্রুপিস জায়গ্যানটিয়া। (Calotropis.)

  ক্যালোট্রুপিস জায়গ্যানটিয়া। (Calotropis.)  :  বাঙ্গালা নাম - আকন্দ। ইহা আমেরিকান ফার্ম্মাকোপিয়ায় গৃহীত হইয়াছে এবং এই পুস্ত...