ক্যালোট্রুপিস
জায়গ্যানটিয়া।
(Calotropis.) : বাঙ্গালা
নাম-আকন্দ। ইহা আমেরিকান ফার্ম্মাকোপিয়ায় গৃহীত হইয়াছে এবং এই পুস্তকের ২৮৬
পৃষ্ঠায় ইহার কতকগুলি পীড়ালক্ষণও লিখিত হইয়াছে। আকন্দ দুই প্রকারশ্বেত ও রক্ত, উভয়েরই
ক্রিয়া প্রায় এক প্রকার। "ভারত ভৈষজ্য-তত্ত্বে" ইহা নিম্নলিখিত কতিপয় পীড়ায় উপকারী ও ফলপ্রদ বলিয়া
লিখিত আছে ঃ- ১। জ্বর,
হাতে পায়ে বেদনা, উপদংশ, কুষ্ঠ, লিউপাস (নাসিকা ও মুখের ক্ষত
সংযুক্ত একপ্রকার অব্বধুদ) যেখানে ক্ষত শীঘ্র আরােগ্য হয় না, আরাগ্য অনেক বিলম্বে হয়, পেটে ও অন্ত্রেআইরিস কিম্বা
আর্সেনিকের মত জ্বালা, হেকটিক-
ফিভার (পুঁ্যযুক্ত-জবর), পৈত্তিক-জবর, উদরাময়সহ জুর, উপদংশসম্ভূত-জ্বর পচনশীল পুনরায় নূতন মাংস হইয়া ক্ষত পূর্ণ হইয়া আসে, এখানে আভ্যন্তরিক ঔষধ সেবনেও উপকার পাওয়া যাইবে ইত্যাদি। ক্ষত, গ্যাংরীণ (ইহা ব্যবহারে ক্ষতের পচা মাংস খসিয়া যায় ও তথায় ক্রম-১x, ৩x, ৩০ শক্তি।
No comments:
Post a Comment