Aconite Nap -- 200
একোনাইট নেপিলাস (Aconite Nap.) (কাঠবিষ)-এক প্রকার গাছ হইতে প্রস্তুত ; আমেরিকায় এই গাছের চাষ হয়। এশিয়া, মধ্য ইয়ােরােপ ও হিমালয় পাহাড়েও ইহা প্রচুর পরিমাণে জন্মায়। একোনাইটের ৫টি শ্রেণী আছে ঃ-১। একোনাইট-নেপিলাস, ২। একোনাইট- ক্যামারম (Aconite Cammarum) ; ৩। একোনাইট-ফেরক্স (Aconite Ferox); ৪ । একোনাইট-লাইকোর্টোনাম (Aconite Lycotonum) %3B ৫। একোনাইট-র্যাডিক্স (Aconite Radix) । ইহাদের মধ্যে একোনাইট- নেপিলাসের টিংচার -গাছ মুকুলিত হইবার সময় ফুল, কুঁড়ি, পাতা ও সমস্ত গাছ হইতে ; একোনাইট-ক্যামারম-তাজা শিকড় হইতে ; একোনাইট-ফেরক্স-মূল হইতে ; একোনাইট-লাইকোটোনাম-গাছে ফুল ফুটিবার সময় লতাপাতা হইতে এবং একোনাইট-র্যাডিক্স-মূল ও শিকড় হইতে প্রস্তুত হয়। উক্ত পাঁচ প্রকার একোনাইটের মধ্যে একোনাইট-ক্যামারম- প্রায় চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত হয় না। একোনাইট-লাইকোটোনাম-ঘাড়, বগল, স্তন প্রভৃতি গ্ল্যাণ্ডের স্ফীতিতে ; একোনাইট-র্যাডিক্স-কলেরায় এবং একোনাইট-ফেরক্স-হৎপিণ্ডের বা ফুসফুসের পাড়ায় অত্যন্ত শ্বাসকষ্ট, ঘন ঘন শ্বাস-প্রশ্বাস, হাঁইপাই করা, শুইতে না পারিয়া বসিয়া থাকা, দমবন্ধের ভাব হওয়া প্রভৃতি কতিপয় লক্ষণে সুফলের সহিত ব্যবহৃত হয়। একোনাইট-নেপিলাস-হােমিওপ্যাথির একটি প্রধান ঔষধ। কেহ শুধু একোনাইট বলিলে আমরা একোনাইট-নেপিলাসই বুঝিয়া লই, সােরিব্রো- স্পাইন্যাল-নার্ভাস-সিস্টেমের অর্থাৎ মস্তিষ্ক ও মেরুমজ্জার স্নায়ু মন্ডলীর উপর হহার প্রধান ক্রিয়া। একোনাইট দ্বারা আর্টারি ও ক্যাপিলারির রক্তসঞ্চালন ক্রিয়া বন্ধ ইহয়া শরীরের নানাস্থানে, যেমন-মস্তিষ্ক, মেরুমজ্জা, শ্লৈক্মিক-ঝিল্লি (mucous & serous membrane both), পেশী, গাঁট, পাকস্থলী, ফুসফুস, হৎপিওড, যকৃত, 1. 1 সম্বন্ধ-আর্ণিকা, ক্যালেণ্ডুলা, ক্রিয়ানাশক (antidote) পলসেটিলা। ক্রিয়া স্থিতিকাল (duration) -৩৯-৪০ দিন। ক্রম-৬ষ্ঠ-২০০ শক্তি। ফরমূলা-৫-এ। লিউম, রুটা, সিস্ফাইটমের সদৃশ । একোনাইট নেপিলাস (Aconite Nap.) (কাঠবিষ)-এক প্রকার গাছ হইতে প্রস্তুত ; আমেরিকায় এই গাছের চাষ হয়। এশিয়া, মধ্য ইয়ােরােপ ও হিমালয় পাহাড়েও ইহা প্রচুর পরিমাণে জন্মায়। একোনাইটের ৫টি শ্রেণী আছে ঃ-১। একোনাইট-নেপিলাস, ২। একোনাইট- ক্যামারম (Aconite Cammarum) ; ৩। একোনাইট-ফেরক্স (Aconite Ferox); ৪ । একোনাইট-লাইকোর্টোনাম (Aconite Lycotonum) %3B ৫। একোনাইট-র্যাডিক্স (Aconite Radix) । ইহাদের মধ্যে একোনাইট- নেপিলাসের টিংচার -গাছ মুকুলিত হইবার সময় ফুল, কুঁড়ি, পাতা ও সমস্ত গাছ হইতে ; একোনাইট-ক্যামারম-তাজা শিকড় হইতে ; একোনাইট-ফেরক্স-মূল হইতে ; একোনাইট-লাইকোটোনাম-গাছে ফুল ফুটিবার সময় লতাপাতা হইতে এবং একোনাইট-র্যাডিক্স-মূল ও শিকড় হইতে প্রস্তুত হয়। উক্ত পাঁচ প্রকার একোনাইটের মধ্যে একোনাইট-ক্যামারম- প্রায় চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত হয় না। একোনাইট-লাইকোটোনাম-ঘাড়, বগল, স্তন প্রভৃতি গ্ল্যাণ্ডের স্ফীতিতে ; একোনাইট-র্যাডিক্স-কলেরায় এবং একোনাইট-ফেরক্স-হৎপিণ্ডের বা ফুসফুসের পাড়ায় অত্যন্ত শ্বাসকষ্ট, ঘন ঘন শ্বাস-প্রশ্বাস, হাঁইপাই করা, শুইতে না পারিয়া বসিয়া থাকা, দমবন্ধের ভাব হওয়া প্রভৃতি কতিপয় লক্ষণে সুফলের সহিত ব্যবহৃত হয়। একোনাইট-নেপিলাস-হােমিওপ্যাথির একটি প্রধান ঔষধ। কেহ শুধু একোনাইট বলিলে আমরা একোনাইট-নেপিলাসই বুঝিয়া লই, সােরিব্রো- স্পাইন্যাল-নার্ভাস-সিস্টেমের অর্থাৎ মস্তিষ্ক ও মেরুমজ্জার স্নায়ু মন্ডলীর উপর হহার প্রধান ক্রিয়া। একোনাইট দ্বারা আর্টারি ও ক্যাপিলারির রক্তসঞ্চালন ক্রিয়া বন্ধ ইহয়া শরীরের নানাস্থানে, যেমন-মস্তিষ্ক, মেরুমজ্জা, শ্লৈক্মিক-ঝিল্লি (mucous & serous membrane both), পেশী, গাঁট, পাকস্থলী, ফুসফুস, হৎপিওড, যকৃত, শ্বাসনলী (ব্রঙ্কাই), পুরা, গলনলী প্রভৃতিতে কনজেসসন (রক্তাধিক্য) ও প্রদাহ হয় ; এইজন্য আমরা নানাপ্রকার প্রদাহের ও তজ্জনিত জুরের প্রথমাবস্থায় ইহা ব্যবহার করি এবং তাহাতে বিশেষ উপকার পাই। একোনাইট দ্বারা শরীরাভ্যন্তরস্থ কোনও যন্ত্রাদির পরিবর্তন (organic change) হয় না, মাত্র যন্ত্রের ক্রিয়ার পরিবর্তন হয় (functional)। হৎপিণ্ডের উপর ক্রিয়া থাকায় হত্যন্ত্রের কোনও পীড়ায় ইহা ব্যবহৃত হইলেও তাহা সাময়িক উপশমের নিমিত্ত ব্যবহৃত হয় (palliative) , যাহা হউক কোনও পীড়ায় এই কাঠবিষ প্রয়ােগ করিতে হইলে প্রথমেই ইহার চারিত্রগত বা বিশেষ লক্ষণগুলির, যেমন-অত্যন্ত ছটফটানি, ভয়-চলিতে- বেড়াইতে স্ব্বদাই শঙ্কা ও মৃত্যুভয়, মুখে বলে আমি বাঁচিব না, আমাকে বাঁচাইতে পারিলেন না, দারুণ পিপাসা, অধিক পরিমাণে জলপান, ঘন ঘন জলপান, জল ভিন্ন অন্যান্য বস্তু তিক্তবােধ (ব্রায়ােনিয়ায়-সমস্ত তিক্ত), অন্ত্দাহ ; কিন্তু গায়ের কাপড় খুলিলেই শীতবােধ, দ্রুত ও কঠিন স্থুল নাড়ী, ঘাম সম্পূর্ণ বন্ধ, রাত্রিতে উপসর্গের বৃদ্ধি, শুষ্ক-শীতল (উত্তর পশ্চিমস্থ) বাতাস লাগিয়া কিন্বা ঘৰ্ম্ম বন্ধ হইয়া অথবা ভয় পাইয়া পীড়ার উৎপত্তি, এই কয়টি লক্ষণের উপর স্ব্বাগ্রে লক্ষ্য রাখিতে হইবে। 6. জ্বর হউক, প্রদাহ হউক কিম্বা অন্য যে কোন পীড়াই হউক না কেন, একোনাইটের পীড়া হইলে পীড়ার হঠাৎ আক্রমণ ও দেখিতে দেখিতে সমস্ত রােগলক্ষণের বৃদ্ধি দেখিতে পাইবেন। জবরে যদি দেখিতে পান যে অত্যন্ত দাহ, প্রবল পিপাসা, ভয়ানক অন্তর্দাহ, ছটফটানি, যন্ত্রণায় একেবারে অস্থির হইয়া পড়িয়াছে, নাড়ীর গতি অত্যন্ত দ্রুত, নাড়ী স্থূল ও তারের মত শক্ত, গায়ে ঘর্মের লেশমাত্র নাই, চৰ্ম্ম শুষ্ক ও খস্খসেএকোনাইট, বেলেডােনা, ব্রায়ােনিয়া, জেলসিমিয়ম ইত্যাদি ঔষধগুলি ব্যবহার করি, নিম্নে তাহাদের প্রভেদ দেখুন। একোনাইটের সঙ্গে কোনও ঔষধ কখনও পর্যায়ক্রমে ব্যবহার করিবেন না, একোনাইটের পীড়া হইলে শুধু তাহা একোনাইটেই আরােগ্য হইবে।
একোনাইট-ইহার জ্বরে আদৌ ঘাম থাকে না, রােগীর অন্তর্দ্দাহ ছটফটানি -তাহাতে এপাশ ওপাশ করা, পিপাসা, মৃত্যুভয় অত্যন্ত অধিক থাকে। ইহাতে হৎপিণ্ডের ও বক্ষঃস্থলের যন্ত্রণা অধিক, রােগী বিকারের ভুল বকে না, নাড়ী খুব স্থল ও বেগবতী হয়। একোনাইট-স্বল্প-বিরাম বা সবিরাম প্রকারের জুরে আদৌ উপযােগী নহে, প্রবল ও অবিরাম প্রকারের জ্বরেই উপকারী। ঘাম হইলে ইহাতে সমস্ত যন্ত্রণার উপশম হয়, এজন্য ঘাম হইলে আর ইহার কোনও প্রয়ােজন হয় না (ফেরম-ফস্ দেখুন)। জ্বর বৃদ্ধির সময় কাশির বৃদ্ধি এবং কাশিলে মাথার ও বুকের বেদনা বৃদ্ধি হওয়াও একোনাইটের আর একটি লক্ষণ।
6 বেলেডােনা-জ্বরে রােগার গা অত্যন্ত গরম থাকে, এত গরম যেন হাত পুড়িয়া যায়, মধ্যে মধ্যে ঘাম হয়, কখনও কখনও ঘাম এত অধিক হয়-মনে হয় বুঝি এইবার জুর ছাড়িল, কিন্তু তখনই আবার তেমনই জ্বর ও গা গরম, ঘর্ম শুষ্ক, ইহাতে যে অঙ্গ চাপা থাকে তথায় আধিক ঘাম হয়। বেলেডােনায়-মাথাব্যথা একোনাইট-নেপিলাস ।
No comments:
Post a Comment