Saturday, October 9, 2021

ক্যারিকা পেপেয়া (Carica Papava.)


ক্যারিকা পেপেয়া (Carica Papava. Q)


 

ক্যারিকা পেপেয়া (Carica Papava.) : বাঙ্গালা নাম পেঁপে, পেঁপের আঠা হইতে এই ঔষধটি প্রস্তুত হইয়াছে। আহারের পর েহামিওপ্যাথিক-, /১০ ফোটা মাত্রায় সেবনে পরিপাক কার্য্যের সহায়তা করে দু্ব্বলতা দূর হয়। ক্ষুধােলাপ, পেটভার, হাত-পা শুষ্ক, চেহারা রক্তশূন্য, কঙ্কালসার, প্লীহা যকৃত অত্যন্ত বদর্দ্ধিত, পেট ফোলা খুব বড়, পেটের উপর েমাটা শিরাসমূহ বিস্তৃত, উপুড় হইয়া বা কোনও পার্শ্বে শুইতে না পারিয়া চিৎ হইয়া শুইয়া থাকা, অজীর্ণ মল, স্রাব রক্তর মত লালবর্ণ, পরিমাণে অতি অল্প, চক্ষু হলদে, কোটরাগত, পিপাসা অল্প, দুগ্ধ সহ্য হয় না (শিশুদের দুগ্ধ সহ্য না হইলে ইহাতে উপকার হইবে) দুগ্ধ খাইলেই উদরাময়, স্নানে অনিচ্ছা, ভাজা দ্রব্য খাইতে অত্যন্ত ইচ্ছা ইত্যাদি লক্ষণে একটি রােগী ইহাতে শীঘ্র আেরােগ্য হইয়াছিল। প্রথমে ইহার১x বিচূর্ণ শক্তি হইতে আরও করিয়া-x, x বিচূর্ণ / গ্রেণ মাত্রায়- দিনে / বার, উপকার হইলে ক্রমশঃ মাত্রা কমাইয়া ব্যবহার্য্য।

No comments:

Post a Comment

ক্যালোট্রুপিস জায়গ্যানটিয়া। (Calotropis.)

  ক্যালোট্রুপিস জায়গ্যানটিয়া। (Calotropis.)  :  বাঙ্গালা নাম - আকন্দ। ইহা আমেরিকান ফার্ম্মাকোপিয়ায় গৃহীত হইয়াছে এবং এই পুস্ত...