MERC SOL -- 200
Mercurius Sol & Vivus.) মার্কুরিয়স-সলের অন্য নাম-প্রিসিপিটেড-অক্সাইড-অফ-মার্কারি এবং মার্কুরিয়স-ভাইভাসের অন্য নাম-কুইক-সিল্ভার। কেহ শুধু মার্কুরিয়স বলিলে মার্কুরিয়স-সলিউবিলিস্কেই বুঝায়, মার্কুরিয়স-সল ও ভাইভাসের ক্রিয়া প্রায় একই প্রকার (ইংরাজী পুস্তকে মার্কুরিয়স- সল অপেক্ষা মার্কুরিয়স-ভাইভাসেরই উল্লেখ অধিক থাকে)। মার্কুরিয়স এন্টি-সােরিক, এন্টি-সাইকোটিক এবং এন্টি-সিফিলিটিক ঔষধ। মিউকাস-মেম্ত্রেণ, গ্ল্যাণ্ডু, অস্থি ও শরীরস্থ অনেক যন্ত্রের উপর ইহার ক্রিয়া। ইহার রােগীর অধিক ঠাণ্ডা বা অধিক গরম সহ্য হয় না, ঠাণ্ডা বাতাস আদৌ সহ্য হয়। না, সামান্যমাত্র পরিশ্রম করিলেই অধিক ঘাম হয়, তাহাতে দুর্বল হইয়া পড়ে। মার্কারির দ্বারা-লাল রক্ত-কণিকার বিকৃতি, এলবুমেন ও ফাইব্রিণ নষ্ট এবং রক্তের চাপ উপাদানকারী শক্তির হ্রাস হয়।
চরিত্রগত লক্ষণ ও- ১। রােগ লক্ষণ রাত্রিতে, বিছানার গরমে, বর্ষাকালে, শীতকালে এবং ঘর্ম্মে বৃদ্ধি ; ২। দাঁতের বেদনা রাত্রিকালে বৃদ্ধি, মাটী ফোলা, রক্তপড়া, দাঁতের গােড়ায় ঘা, দাঁত নড়া, দাঁতের মাট়ী সরিয়া যাওয়া ; ৩। জিহ্বায় ঘা, গলার ভিতর ঘা, টনসিলে ঘা, কর্ণমূলের গ্রন্থিফোলা, গলায় বীচি হওয়া, কুঁচকী ফোলা ; ৪। মুখ হইতে অনবরত চট্চটে সাবাণের ফেণার মত, বিশ্রী পচা দুর্গন্ধ, কখনও ধাতুর কলঙ্ক আস্বাদযুক্ত লালা নিঃসরণ, মুখে লোণা আস্বাদ, জিহবায় প্রচুর পরিমাণে রস থাকা স্ত্বেও অত্যন্ত পিপাসা ; ৫। আমাশয় ও রক্তামাশয় তাহাতে অত্যন্ত কোথানি, শূলুনি ও বেগ ; ৬। উদরাময়-পিত্তযুক্ত বাহ্যে, সবুজ বাহ্য, হলদে- রঙের জলের মত বাহ্যে, তাহার সহিত পেটে অত্যন্ত ব্যথা ; ৭। পাঁচড়ার অত্যন্ত চুলকানি ; ৮। ছােট ছােট ক্রিমি মলদ্বারে সুড়ু সুড়ু করা ; ৯। গলা সুড়ু সুড়ু করিয়া কাশি, শুষ্ক কাশি, দিনের মধ্যে যে কোন সময়ে হউক দুইবার কাশির বৃদ্ধি ;১০। ন্যাবা ; ১১। প্রমেহরোেগে-শুক্রস্রাব একটু সবুজবর্ণের দেখায়, মুদ্রা (phimo- sis), বাগী, শ্বেত-প্রদর ; ১২। মুখে, গালে ও জিহবায় ক্ষত, তৎসহ প্রচুর পরিমাণে লালা নির্গমন ; ১৩। জিহবা মােটা, বড় ও থলথলে, তাহাতে দাঁতের দাগ ; ১৪। ডিপূথেরিয়া, টনসিলের প্রদাহ, আলজিব ফোলা ও বড় হওয়া ; ১৫। অনবরত প্রস্রাবের বেগ ও যে পরিমাণে জলপান করে তাহার অপেক্ষাও প্রস্রাবের পারমাণ অধিক ; ১৬। রাত্রিতে শুক্রস্খলন তাহাতে রক্তের দাগ ; ১৭। ন্যাবা-শিশুদের
No comments:
Post a Comment