Thursday, October 7, 2021

নক্সভমিকা ( Nux Vom )



NUX VOM -- 200


 নক্সভমিকারধাতু--পিত্ত কিন্বা রক্তপ্রধান ধাতুর রোগী-_ রোগী, হঠাৎ একট

কিছুতেই চটিয়া উঠে, খিটখিটে; কলহ ্বযু্ধান

যাহারা প্রায় বলকারক উত্তেজক ওষধাদি ব্যবহার করে, যাহারা সংসারের নানা

চিন্তায় ব্যস্ত, অধ্যয়নশীল, অর্শ মল কাঠিন্য পীড়ায় যাহারা প্রায়ই ভোগে,

এইরূপ ধাতুথস্ত ব্যক্তির পীড়ায় নক্স-ভমিকা উপযোগী

 পীড়ার উৎপত্তি--অধিক দিন যাবৎ অতিরিক্ত কোনও প্রকার গরম মশলাযু্ত

 গুরুপাক খাদ্যাদি ভোজন, স্থুলমাত্রায় বহুদিবস কোনও তীব্র ওষধ সেবন এবং

ব্যবহার করিয়া কোনও পীড়ার উৎপত্তি হইলে প্রথমেই-নক্স-ভমিকা স্মরণ

করিবেন।

  বন্ধি__(4259%5607)- প্রত্যুষে, মানসিক আবেগে, কোনও

অনতিপরে (1277760196615 80521 69108)/ ইহার রোগীর কখনও কখনও

অল্লক্ষণ মাত্র খোলা বাতাসে থাকিলে ঠাণ্ডা লাগে ঘরের ভিতরে গরমে থাকিলে

উপশম হয়, আবার কখনও কখনও ঠিক বিপরীত, অর্থাৎ পীড়ার কষ্টদায়ক

 উপসর্ণ_ ঠাণ্ডায় খোলা বাতাসে থাকিলে উপশম হয়, এই প্রকারও দেখা যায়।

ক্লিলগাজ লক্ষণ --

লক্ষণ :

১। কোনও পীড়ায় পুনঃপুনঃ বাহ্যের চেষ্টা, কিন্তু বাহ্যে সেরূপ হয় না,২।

পুনঃপুনঃ পরপ্রাবের ইচ্ছা ; কিন্তু প্রস্রাব একটু একটু করিয়া হয় ততসহ জ্বালা : ৩।

প্রাতঃকালে, আহারের পর এবং ধুমপানে গা-বমি-বমি ; মনে করে একটু বমি

করিতে পারিলে যেন তাহার শাস্তি হয়, গলায় আঙুল দিয়া বমি করিবার চেষ্টা :1

তলপেটে ব্যথা, বোধ হয় যেন হার্ণিয়া হইবে ; ৫। অর্শ__ততসহ অনবরত বাহ্যের

বেগ চেষ্টা, কোমরে বেদনা ; ৬। একবার কোষ্ঠবদ্ধ, একবার উদরাময়, যাহারা

সমস্ত জীবনটা জোলাপ লইয়া আসিতেছে : ৭। তু শীঘু শীঘব হয়, পরিমাণে

অধিক অনেক দিন থাকে ; ৮। দুর্সনধ শ্বেত-প্রদর, কাপড়ে হলদে রঙের দাগ

লাগে, তৎসহ জরায়ুতে বেদনা-যন্ত্রণা ; ৯। গয়ারে পচাগন্ধ, খাদ্য পানীয় সমন্তই

  পচাগন্ধবোধ, ১০। মুখে টক্বা তিক্ত জল উঠে ; কোমরে-পিঠে বেদনা, পাশ

 ফিরিলে উহার বৃদ্ধি ; ১২। দিনে নাসিকায় সর্দি ঝরা, রাত্রিতে নাসিকা বন্ধ ; ১৩।

অত্যন্ত কষ্টদায়ক শুষ্ক কাশি, তলপেটে বেদনা হয় ; ১৪ গায়ে অত্যন্ত তাপ, গা

যেন জুলিয়া যায় তবুও গায়ের কাপড় খুলিলেই শীত বোধ ; ১৫। আহারের /

ঘন্টা পরে অন্বলের ব্যথা


No comments:

Post a Comment

ক্যালোট্রুপিস জায়গ্যানটিয়া। (Calotropis.)

  ক্যালোট্রুপিস জায়গ্যানটিয়া। (Calotropis.)  :  বাঙ্গালা নাম - আকন্দ। ইহা আমেরিকান ফার্ম্মাকোপিয়ায় গৃহীত হইয়াছে এবং এই পুস্ত...