Thursday, October 7, 2021

BRYONIA ALB

 


BRYONIA ALB -- 200


ব্রায়োনিয়া (Bryonia) ফাইব্রাস-টীসু, ফুসফুস, সিরাস্মেমব্রেণ, (ইউরােপের এক প্রকার লতা)- যকৃত ও মস্তিষ্ক ইত্যাদির উপর ইহার প্রধান ক্রিয়া। বে তাে ও পিত্তের ধাতু, যাহারা সহজেই রাগিয়া উঠে এবং রোগা, শীর্ণ কালবর্ণের ব্যক্তিদিগের পক্ষে ইহা অধিক কার্য্যকরী। নক্স-ভমিকার রােগীর সহিত ইহার অনে- কটা সাদৃশ্য দৃষ্ট হয়। নিম্নলিখিত লক্ষণগুলি ইহার চরিত্রগত লক্ষণ ঃ- ১। মাথাঘােরা-মাথা যেন চাকার মত গােলাকার ঘােরে, প্রাতে এবং বিছানা কিম্বা আসন হইতে উঠিলেই মাথা ঘােরে, পড়িয়া যাইবার মত হয় ; ২। শুষ্তা যেমন ঠোট, মুখ, জিহ্বা, পাকস্থলী, সমস্তই শুষ্ক (জিহ্বা অত্যন্ত শুষ্ক-ক্লোরাম); পিপাসায় অনেকক্ষণ অন্তর অধিক পরমাণে জলপান করে, শীতল জল চায় ; ৪। মল শুফক, কঠিন যেন ঝামার মত ; ৫। ঋতুকালে নাক দিয়া রক্ত পড়া ; ৬। নড়ন-চড়নে পীড়ার বৃদ্ধি, উদর ব্যতীত সকল স্থানের বেদনা -চাপিলে বা টিপিলে উপশম ; ৭। মাথার বেদনা ভিন্ন সমস্ত স্থানের বেদনা উত্তাপে উপশম, বেদনার প্রকৃতি ছুঁচফোটানাে ; ৮। প্রলাপে দৈনিক কার্য্যের ও নিজ ব্যবসায়ের কথা বলে ; ৯। বাতশ্লেম্মা-জ্বর-ঠোটনাড়া যেন কিছু চিবাইতেছে, ঠোট শুষ্ক ও ফাটা ; ১০। গ্রীষ্ম পড়িলে উদরাময়ের বৃদ্ধি ; ১১। সূতিকা-জ্বর, ঠুর্ণকো, স্তন প্রদাহ ; ১২। উঠিয়া বসিলে গা-বমি-বমি ও গা ঝিম ঝিম্ করে, মাথা ঘােরে ; মাথার সম্মুখে, পশ্চাতে, ঘাড়ে, স্কন্ধে ও পূষ্ঠে বেদনা ; ১৩। বাম হাত ও বাম পা অনবরত নাড়ে ; ১৪। জুরে-রােগী চুপ করিয়া পড়িয়া থাকে, জ্বরের সঙ্গে অল্প বিস্তর ঘাম ; ১৫। ফুসফুস- প্রদাহ, ব্রহ্কাইটীস, ব্রন্কো-নিমােনিয়া, বাতশ্লে্মা-জ্বর প্রভৃতি রােগের প্রথমাবস্থায় ব্যবহার ; ১৬। কাশি-গলার মধ্যে কুটকুট করে, রাত্রিতে কাশির বৃদ্ধি ইত্যাদি। বেদনা-কোনওপীড়ায় ছুঁচফোটান বেদনা থাকিলে-ব্রায়ােনিয়া ও ক্যালি -কা্ব্ব উপকারী। সিরাস-মেমব্রেণের প্রদাহ হইয়া যে বেদনা হয় তাহার বিশেষতু- ছঁচফোটানাো। প্ুরিসি, মেনিনুজাইটী, পেরিটোনাইটিস, পেরিকার্ডাইটীস ইত্যাদি 

No comments:

Post a Comment

ক্যালোট্রুপিস জায়গ্যানটিয়া। (Calotropis.)

  ক্যালোট্রুপিস জায়গ্যানটিয়া। (Calotropis.)  :  বাঙ্গালা নাম - আকন্দ। ইহা আমেরিকান ফার্ম্মাকোপিয়ায় গৃহীত হইয়াছে এবং এই পুস্ত...